বাসস দেশ-১৮ : ব্লগার অভিজিৎ হত্যা মামলায় দুই জনের সাক্ষ্য গ্রহণ

139

বাসস দেশ-১৮
অভিজিৎ-মামলা
ব্লগার অভিজিৎ হত্যা মামলায় দুই জনের সাক্ষ্য গ্রহণ
ঢাকা, ১৮ নভেম্বর, ২০১৯ (বাসস) : ব্লগার ও লেখক অভিজিৎ রায় হত্যা মামলায় দুই জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
টিএসসির পানি ব্যবসায়ী মো. সেলিম ও পুলিশ কনস্টেবল মো. নুরুল ইসলাম আজ এই মামলায় সাক্ষ্য দিয়েছেন।
ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমানের আদালতে তারা সাক্ষ্য দেন। পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ২ ডিসেম্বর দিন ধার্য করেন আদালত। ট্রাইব্যুনালের পেশকার রুহুল আমীন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ২৮ অক্টোবর অভিজিতের বাবা অধ্যাপক ড. অজয় কুমার রায় আদালতে সাক্ষ্য দেন। এ নিয়ে তিন জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
ব্লগার ও লেখক অভিজিৎ রায়কে ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি রাত সোয়া ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় সোহরাওয়ার্দী উদ্যানের পাশে সন্ত্রাসীরা কুপিয়ে জখম করে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বাসস/সংবাদদাতা/এমএসএইচ/১৭৫৬/-জেজেড