বাজিস-৯ : দিনাজপুরে সাড়ে তিনহাজার কৃষকের মাঝে সবজি বীজ বিতরণ

135

বাজিস-৯
দিনাজপুর- বীজ বিতরণ
দিনাজপুরে সাড়ে তিনহাজার কৃষকের মাঝে সবজি বীজ বিতরণ
দিনাজপুর, ১৮ নভেম্বর, ২০১৯ (বাসস): জেলার বিরল উপজেলায় আজ সাড়ে তিনহাজার কৃষকের মাঝে বিনামূল্যে সবজি বীজ বিতরণ করা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় ও একটি বেসরকারি উন্নয়ন সংস্থার উদ্যোগে আজ সোমবার দুপুর ১২টায় জেলার বিরল উপজেলার ৫টি ইউনিয়নে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে কৃষকদের মাঝে সবজি বীজ বিতরণ করা হয়।
সবজি বীজ বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবার রহমান।
অনুষ্ঠানে জেলার বিরল উপজেলার ৪নং শহরগ্রাম, ৫নং বিরল, ৬নং ভান্ডারা, ৮নং ধর্মপুর ও ১০নং রাণীপকুর ইউনিয়নের অসহায় হতদরিদ্র তিনহাজার পাঁচশ’টি কৃষক পরিবারের মাঝে সীম, লাউ, মিষ্টিকুমড়া, শসা, মুলা, ডাটা, লাল শাক, পালং শাক ইত্যাতি সবজি বীজ বিতরন করা হয়।
বাসস/সংবাদদাতা/১৭৫০/এমকে