বাসস দেশ-১৫ : কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

129

বাসস দেশ-১৫
কৃতী শিক্ষার্থী-সংবর্ধনা
কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
ঢাকা, ১৮ নভেম্বর, ২০১৯ (বাসস) : আইএসপিআর এবং বাহিনী সদর দপ্তরের বেসামরিক কর্মকর্তা ও কর্মচারিদের সন্তানদের মধ্যে যারা ২০১৯ সালে অনুষ্ঠিত এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে তাদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।
সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ঢাকা সেনানিবাসস্থ শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ অডিটোরিয়ামে এ সংবর্ধনা দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪০ জন কৃতী ছাত্র-ছাত্রীকে ক্রেষ্ট প্রদান করা হয়।
প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের মহাপরিচালক ফেরদৌস উদ্দিন আহমদ এবং বাহিনী সদর ও আন্তঃবাহিনী সংস্থাসমূহে নিয়োজিত সকল পর্যায়ের বেসামরিক কর্মকর্তা-কর্মচারি ও কৃতী ছাত্র-ছাত্রীদের অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাসস/আইএসপিআর/জেডআরএম/১৭২২/এএএ