মেক্সিকোর প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয় মেনে নিলেন ক্ষমতাসীন দলের প্রার্থী

292

মেক্সিকো সিটি, ২ জুলাই, ২০১৮ (বাসস ডেস্ক) : মেক্সিকোর প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন ইনস্টিটিউশনাল রিভলিউশনারি পার্টি (পিআরআই)’র প্রার্থী জোসে আন্তোনিও মিয়াদে বামপন্থী প্রার্থী অ্যান্দ্রেস ম্যানুয়েল লোপেজ অর্বাদোরের কাছে পরাজয় মেনে নিয়েছেন।
নির্বাচরে পর বুথ ফেরত ভোটের জরিপে দেখা যায়, লোপেজ অর্বাদোর বিপুল ভোটে জয়লাভ করেছে।
মিয়াদে বলেন, বামপন্থীরা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। তিনি আরো বলেন, ‘আমি এই বিশাল সফলতার জন্য আন্দ্রেস ম্যানুয়েল লোপেজকে অভিনন্দন জানাচ্ছি।