বাসস দেশ-৩০ : বিস্ফোরণে দগ্ধ অর্পিতাকে ঢাকা নেয়া হচ্ছে

119

বাসস দেশ-৩০
বিষ্ফোরণ-অর্পিতা-দগ্ধ
বিস্ফোরণে দগ্ধ অর্পিতাকে ঢাকা নেয়া হচ্ছে
চট্টগ্রাম, ১৭ নভেম্বর, ২০১৯ (বাসস) : চট্টগ্রাম নগরীর পাথরঘাটায় গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ অর্পিতা নাথ (১৬) কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে নিয়ে যাওয়া হচ্ছে। তার শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে।
অর্পিতা নগরীর কৃষ্ণ কুমারী স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। সে নগরীর পাথরঘাটা ব্রিকফিল্ড রোডের কুঞ্জমনি ভবনে গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ হয়। সে রাঙ্গুনিয়ার লালানগর ইউনিয়নের বাসিন্দা কাজল নাথ ও মণি রাণীর মেয়ে।
রোববার সকাল ৯টার দিকে নগরীর পাথরঘাটা ব্রিকফিল্ড রোডের কুঞ্জমনি ভবনে গ্যাসলাইন বিস্ফোরণে ৭ জন নিহত হন। আহত হন কমপক্ষে ১৫ জন। এঘটনায় অর্পিতা নাথের শরীরে ৮০ শতাংশ দগ্ধ হয়েছে।
দুর্ঘটনার সময় দোকান থেকে নাস্তা আনতে যাওয়ায় ভাগ্যক্রমে বেঁচে যান অর্পিতার ছোট ভাই অর্ণব। সে চট্টগ্রাম সিটি করপোরেশন মিউনিসিপ্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।
কার্তিক পূজার জন্য গ্রামের বাড়ি রাঙ্গুনিয়ার লালানগরে যান অর্পিতার মা-বাবা। তাই অর্পিতা ও অর্ণবকে কুঞ্জমনি ভবনের পাশে অমর বড়ুয়ার ভবনের নিচতলায় মাসি সন্ধ্যা রানীর (৫৫) ভাড়া বাসায় রেখে যান। দুর্ঘটনায় সন্ধ্যা রাণীও গুরুতর আহত হন। তিনি বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন।
বাসস/জিই/এফএইচ/১৯০২/শআ