বাজিস-৯ : শেরপুরের নকলায় চুক্তিবদ্ধ আলু চাষিদের সাথে বিএডিসি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

107

বাজিস-৯
শেরপুর-বিএডিসি-আলুচাষি
শেরপুরের নকলায় চুক্তিবদ্ধ আলু চাষিদের সাথে বিএডিসি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত
শেরপুর, ১৭ নভেম্বর ২০১৯ (বাসস): জেলার নকলা উপজেলায় গুনগতমানের আলু বীজ উৎপাদনের লক্ষ্যে আজ চুক্তিবদ্ধ আলু চাষীদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)।
আজ রোববার সকালে বিএডিসি আলু হিমাগার মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিএডিসি আলুবীজ হিমাগারের উপপরিচালক (টিসি) কৃষিবিদ মো. রফিকুল ইসলাম, উপসহকারী পরিচালক মো. মিজানুর রহমান এবং বিভিন্ন ব্লকের চুক্তিবদ্ধ আলুচাষিরা বক্তব্য রাখেন।
তারা গুনগত মানের আলু বীজ উৎপাদনের লক্ষ্যে চুক্তিবদ্ধ আলু চাষিদের বিভিন্ন পরামর্শ দেন। পরে কৃষকদের মাঝে এ সংক্রান্ত লিফলেট বিতরন করা হয়।
বিএডিসি’র উপপরিচালক (টিসি) কৃষিবিদ মো. রফিকুল ইসলাম জানান, এবছর নকলা উপজেলায় ডায়মন্ড, কার্ডিনাল জাতের আলু বেশি চাষ করা হবে।উপজেলার ১৯টি ব্লকের ৩৫ জন চুক্তিবদ্ধ আলু চাষির মাধ্যমে ২৭০ একর জমিতে বিএডিসি’র আলু বপন করার লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও জানান, বিগত ২০১৮ সালে উপজেলার ৩০টি ব্লকের তিনশ’একর জমিতে উৎপাদিত গুনগতমানের একহাজার ৬৩৫ মেট্রিকটন বীজআলু চুক্তিবদ্ধ চাষিদের কাছ থেকে কেনা হয়েছিলো এবং ক্রয়কৃত বীজ আলুর মূল্য বাবদ এককোটি ৮৬ লাখ চারহাজার ৮৫৯ টাকা পরিশোধ করা হয়।
বাসস/সংবাদদাতা/১৮৪০/এমকে