মেঘনায় ট্রলার ডুবি, নিখোঁজ ৩

167

মুন্সিগঞ্জ, ১৭ নভেম্বর, ২০১৯ (বাসস) : জেলায় মেঘনা নদীর গজারিয়া লঞ্চঘাটে এক বালুবাহী ট্রলার একটি যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবে যায়। এ ঘটনায় তিন ব্যক্তি নিখোঁজ রয়েছে। নিখোঁজ তিন ব্যক্তি, আসলাম (২৮), ইমাইদুল(৩৮) এবং এক ব্যক্তির পরিচয় জানা যায়নি।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন-অর-রশিদ বাসসকে জানান, এর আগে রাত্রি চলাচলের কারণে কোস্টগার্ড ট্রলারটি সিজ করলে গজারিয়া ঘাটের কাছে নোঙর করে। ভোর পাঁচটা ১৫ মিনিটে বরিশাল থেকে ফিরে এলে ‘এমভি কির্তন খোলা-২’ লঞ্চের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। ট্রলারটি ডুবে গেলে ঘুমন্ত শ্রমিকরা ডুবে যায়, তবে নিজাম (৪০) সাঁতরে তীরে আসতে সক্ষম হয়।
গজারিয়া থানার কোস্টগার্ড জানান, লঞ্চ চালক শহীদুল ইসলাম, এবং মালিক জাহাঙ্গীর হোসেন ও ইউনুস ব্যাপারিকে এ ঘটনায় গ্রেফতারকে করা হয়েছে। লঞ্চ চালক জানায়, অতিরিক্ত কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
মুন্সিগঞ্জের ডিসি মো. মনিরুজ্জামান তালুকদার বাসসকে জানান, দমকল বাহিনী ও ডুবুরীরা বিভিন্ন পয়েন্টে ট্রলারটি খুঁজে পেতে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।