বাজিস-৬ : নড়াইলে চারদিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন

120

বাজিস-৬
নড়াইল-আয়কর মেলা
নড়াইলে চারদিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন
নড়াইল, ১৭ নভেম্বর, ২০১৯ (বাসস) : জেলায় চারদিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন হয়েছে। রোববার বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা। কর আপীল অঞ্চল খুলনার যুগ্ন কর কমিশনার মো. মুহিতুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. জসিম উদ্দিন পিপিএম, নড়াইল চেম্বার অব কমার্সের সভাপতি মো: হাসানুজ্জামান, আয়কর আইনজীবী বীর মুক্তিযোদ্ধা শরীফ হুমায়ুন কবীর,জেলার সেরা করদাতা মো: ওয়াহিদুজ্জামান।স্বাগত বক্তব্য রাখেন সহকারী কর কমিশনার মিলন কুমার ভৌমিক।
বক্তারা বলেন, আয়কর দেশের উন্নয়নের অন্যতম চালিকা শক্তি।আয়করদাতারা দেশের সম্পদ।আয়কর না দিলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে।সামর্থ্যবান ব্যক্তিদের আয়কর দিয়ে দেশের অর্থনীতিকে সম্মৃদ্ধ করতে হবে।সবার মধ্যে আয়কর নিয়ে ভীতি দূর করে দেশের উন্নয়নে সহযোগিতা করতে হবে।মেলা প্রাঙ্গনে আয়কর দাখিলের জন্য ৫টি বুথ খোলা হয়েছে।১৭ নভেম্বর থেকে ২০ নভেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এসব বুথে আয়কর নেয়া হবে বলে কর অফিস সূত্রে জানা গেছে।
বাসস/সংবাদদাতা/১২৪৫/নূসী