জয়পুরহাটে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি শুরু

181

জয়পুরহাট, ১৭ নভেম্বর, ২০১৯ (বাসস) : জেলা সদরের ভাদসা ইঊনিয়নে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় রোববার ৪০ দিনের কাজের উদ্বোধন করা হয়েছে।
গ্রামীণ জনপদে বসবাস করা অতিদরিদ্র ও অদক্ষ শ্রমিকদের হাতে নভেম্বর-ডিসেম্বর মাসে তেমন কাজ থাকে না। ফলে তারা অর্ধাহারে অনাহারে দিন কটায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান জনবান্ধব সরকারের বিশেষ উদ্যোগ হচ্ছে ৪০ দিনের কর্মসংস্থান কর্মসূচী। এ কর্মসূচীর আওতায় সদর উপজেলায় ১ কোটি ২১ লাখ ৩৬ হাজার টাকা বরাদ্দ প্রদান করেছে সরকার। এ কর্মসূচী বাস্তবায়নে লেবার হিসেবে কাজ করবে ১ হাজার ৫ শ ১৭ জন । তারা প্রতিদিন ব্যাংক হিসেবের মাধ্যমে ২শ টাকা হারে পাবে। এ ছাড়াও সরদার মজুরী , নন-ওয়েজ খাত রয়েছে ওই প্রকল্পের অন্তর্ভূক্ত। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায় ৪০ দিনের ওই কর্মসংস্থান কর্মসূচীর উদ্বোধন করেন। সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ও ভাদসা ইউনিয়নের চেয়ারম্যান সরোয়ার হোসেন স্বাধীন এ সময় উপস্থিত ছিলেন। সদর উপজেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে ৪০ দিনের ওই কর্মসূচী বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান ইউএনও মিল্টন চন্দ্র রায়। ৪০ দিনের কর্মসংস্থান কর্মসূচীর আওতায় মূলত মাটির কাজ করা হয়। এ কাজে বিশেষ করে অতিদরিদ্র অদক্ষ শ্রমিক হিসেবে নারী ও পুরুষরা কাজ করে থাকেন।