চট্টগ্রামে গ্যাস লাইন বিস্ফোরণে শিশুসহ নিহত ৭

648

চট্টগ্রাম, ১৭ নভেম্বর ২০১৯ (বাসস) : চট্টগ্রাম নগরীর পাথরঘাটায় সড়কের পাশের একটি ভবনে গ্যাস লাইন বিস্ফোরণে শিশুসহ ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৮ জন।
আজ রোববার সকাল ৯টার দিকে পাথরঘাটার ব্রিকফিল্ড সড়ক এলাকার একটি ভবনে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পর দুটি ভবনের দেয়ালের একাংশ ধসে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন জানান,পাঁচতলা ভবনের নিচতলায় গ্যাসের লাইনে বিস্ফোরণ ঘটে। এতে ওই ভবনের দুটি দেয়াল ধসে পড়ে। এ সময় আহত অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিহতের মধ্যে ৪ জন পুরুষ, দুইজন মহিলা ও এক শিশু রয়েছে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জসীম উদ্দিন বলেন, ফায়ার সার্ভিসের তিনটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে। দেয়ালের নিচে আরো মানুষ চাপা পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, পাথরঘাটায় বিস্ফোরণের পর আহত অবস্থায় প্রথমে ১৫ জনকে চমেকে নিয়ে আসা হয়। এর মধ্যে ৭ জনকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।