বেরোবিতে কর্মচারীদের দুই মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

345

ঢাকা, ১৬ নভেম্বর, ২০১৯ (বাসস): বেগম রোকেয়া (বেরোবি), রংপুরে যোগদানকৃত দ্বিতীয় ব্যাচের কর্মচারীদের দুই মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ লিঁয়াজো অফিসে এই সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমুল্লাহর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নগর সম্পাদক মধুসূদন মন্ডল।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেরোবির রেজিস্ট্রার কর্ণেল আবু হেনা মোস্তফা কামাল ও ইনস্টিটিউটের বোর্ড অব গভর্নস এর সদস্য ড. সাবের আহমেদ চৌধুরী।
মধুসূদন মন্ডল বলেন, পেশাগত জীবনে সফলতার জন্য প্রশিক্ষণের কোন বিকল্প নেই।
কর্মচারীরা প্রশিক্ষণের মাধ্যমে তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কর্মক্ষেত্রে সফলতার স্বাক্ষর রাখতে পারবে বলেও উল্লেখ করেন তিনি।