নাটোরে বিএডিসি সার গুদাম উদ্বোধন

174

নাটোর, ১৬ নভেম্বর, ২০১৯ (বাসস): জেলায় আজ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের ( বিএডিসি) পাঁচহাজার টন ধারন ক্ষমতা সম্পন্ন সার গুদাম উদ্বোধন করা হয়েছে।
সাতকোটি ৮০ লাখ টাকা ব্যয়ে শহরের রেলস্টেশন এলাকায় গুদামের নির্মাণ কাজ শেষ হয়।
এ উপলক্ষ্যে আজ শনিবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল।
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের রাজশাহী অঞ্চলের যুগ্ম-পরিচালক (কৃষি) কৃষিবিদ মো. আরিফ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাটোরের জেলা প্রশাসক মো. শাহরিয়াজ, বিএডিসি’র যুগ্ম-পরিচালক (উদ্যান) আশরাফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত কুমার সরকার, সিংড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক প্রমুখ।