ফেনীতে প্রাথমিকের সকল বই পৌঁছে গেছে

304

ফেনী, ১৬ নভেম্বর, ২০১৯ (বাসস): বিনামূল্যে বই বিতরণের অংশ হিসেবে ফেনীতে পর্যন্ত প্রাথমিকের সকল পাঠ্য পুস্তক পৌঁছে গেছে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নূরুল ইসলাম।
গত বৃহস্পতিবার পর্যন্ত জেলার সকল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে বই পৌঁছানোর খবর নিশ্চিত করে তিনি জানান, ২০২০ সালে ফেনীর ৫৬০টি প্রাথমিক বিদ্যালয়ে একলাখ ৯৮ হাজার ৯শ’ ৬৯ জন শিক্ষার্থীর মাঝে সাতলাখ আটহাজার ২৪টি নতুন বই বিতরণ করা হবে। ১ জানুয়ারী দেশব্যাপী বই উৎসব নিশ্চিত করতেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের আগে বই প্রেরণ করেছেন, তিনি উল্লেখ করেন।
জেলার দাগনভূঞা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম কে ইমাম উদ্দিন বলেন, গতবুধবার পর্যন্ত প্রাক-প্রাথমিকসহ সবগুলো শেনীর পাঠ্য পুস্তক তিনি বুঝে পেয়েছেন। তিনি বলেন, ‘কয়েক ধাপে বইগুলো আমাদের হাতে এসে পৌঁছেছে। ডিসেম্বর মাসের মাঝামাঝি নাগাদ স্কুলগুলোতে চাহিদা অনুযায়ী বই বিতরণ করা হবে।’
সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুর রহমান বলেন, ‘চাহিদা প্রেরণ থেকে শুরু করে পাঠ্য পুস্তক প্রাপ্তি পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়াটি সহজভাবে বিন্যস্ত করা হয়েছে। শিক্ষার্থীরা বছরের প্রথম দিন বই উৎসবের মাধ্যমে বিদ্যালয় থেকে নতুন বই পেয়ে যাবে।’
সোনাগাজী উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মো. ওয়াহিদুর রহমান বলেন, ‘তিনধাপে সর্বশেষ গত বুধবার চাহিদা অনুযায়ী সবগুলো বই বুঝে পেয়েছি। যথাসময়ে স্কুলগুলোতে বই সরবরাহ করা হবে।’
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ফেনীর ছয়টি উপজেলায় ২০২০ সালে নতুন বইয়ের জন্য একলাখ ৯৮ হাজার ৯শ’ ৬৯ জন শিক্ষার্থীর চাহিদা প্রেরণ করা হয়েছে। বইয়ের চাহিদা অনুযায়ী ফেনীর সদর উপজেলার একশ’ ৫৩টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ৮৩ হাজার একশ’ আটজন, দাগনভূঞা উপজেলার একশ’ ২০টি প্রাথমিক বিদ্যালয়ে ৩১ হাজার ষাটজন, সোনাগাজী উপজেলার একশ’ নয়টি প্রাথমিক বিদ্যালয়ে ৩১ হাজার চারশ’ ৭৯ জন, ছাগলনাইয়া উপজেলার ৭৮টি প্রাথমিক বিদ্যালয়ে ২৩ হাজার ৫শ’ ৮৮জন, পরশুরাম উপজেলায় ৫১টি প্রাথমিক বিদ্যালয়ে ১৩ হাজার ৫শ’ ৫২জন এবং ফুলগাজী উপজেলার ৬৭টি প্রাথমিক বিদ্যালয়ে ১৬ হাজার একশ’ ৮২জন।
বইয়ের চাহিদা প্রেরণের বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জানান, বছরের শুরুতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরেজমিন বাস্তবতার ভিত্তিতে একটি চাহিদা তৈরি করেন। চাহিদাটি সহকারি শিক্ষা অফিসারের মাধ্যমে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে প্রেরণ করা হয়। উপজেলা শিক্ষা অফিস হতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অনলাইনে নির্দিষ্ট আবেদন ফরম পূরণ করা হয়। উক্ত চাহিদা অনুযায়ী প্রত্যেক উপজেলায় বই প্রেরণ করা হয়।