বাসস দেশ-১২ : সাংবাদিক শাহরিয়ার শহীদের প্রথম মৃত্যুবার্ষিকী কাল

119

বাসস দেশ-১২
শাহরিয়ার-মৃত্যুবার্ষিকী
সাংবাদিক শাহরিয়ার শহীদের প্রথম মৃত্যুবার্ষিকী কাল
ঢাকা, ১৬ নভেম্বর, ২০১৯ (বাসস) : বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক শাহরিয়ার শহীদের প্রথম মৃত্যুবার্ষিকী কাল ।
শাহরিয়ার শহীদ ২০১৮ সালের এদিন দুপুরে ৫৫ বছর বয়সে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কর্মস্থল বাংলাদেশ সংবাদ সংস্থা(বাসস) কার্যালয়ে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার মরহুমের গ্রামের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার ডৌকার চরে পরিবারের পক্ষ থেকে মিলাদ মাহফিল, দোয়া এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
শাহরিয়ার শহীদ খ্যাতিমান সাংবাদিক ও অধুনালুপ্ত ইংরেজি দৈনিক বাংলাদেশ টাইমসের সম্পাদক মরহুম একেএম শহীদুল হকের ছেলে।
জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাকালীন নির্বাহি কমিটির সদস্য শাহরিয়ার শহীদ বহুবিধ প্রতিভার অধিকারি ছিলেন। তিনি মুক্তিযুদ্ধ ভিত্তিক বেশ ক’টি প্রামাণ্য গ্রন্থ ও প্রামাণ্য চিত্র নির্মাণ করেন। তিনি উন্নয়ন সাংবাদিকতার উৎকর্ষ সাধনে বিশেষ ভূমিকা রাখেন।
শাহরিয়ার শহীদ অঞ্চলভিত্তিক মুক্তিযুদ্ধের ইতিহাস এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সাক্ষাতকার ভিত্তিক ৩০টিরও বেশী গ্রন্থ রচনা করেছেন।
কর্মজীবনেও রিপোর্টার হিসেবে শাহরিয়ার শহীদ রাজনৈতিক ও অর্থনীতি বিটসহ বিভিন্ন বিটে কাজ করেছেন। এক সময় তিনি আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের স্ট্রিংগার ছিলেন।
শাহরিয়ার শহীদ আন্তঃধর্মীয় সম্প্রীতি ও উদারনৈতিক সুফি সাহিত্যের একনিষ্ঠ অনুরাগী ছিলেন।
বাসস/কেসি/১৭০০/কেজিএ