বাজিস-৪ : পিরোজপুরের ইন্দুরকানীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর ভবন নির্মাণ

137

বাজিস-৪
পিরোজপুর-ফায়ার সার্ভিস
পিরোজপুরের ইন্দুরকানীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর ভবন নির্মাণ
পিরোজপুর, ১৬ নভেম্বর ,২০১৯ (বাসস): জেলার ইন্দুরকানী উপজেলা সদরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন-এর ভবন নির্মাণ কাজ চলতি মাসেই শেষ হচ্ছে। পিরোজপুরের গণপূর্ত বিভাগ ৩ কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ে ফায়ার স্টেশন ভবন নির্মাণ করছে। ২০১৬-১৭ অর্থ বছরে এ ভবনের নির্মাণ কাজ শুরু হয়।
পিরোজপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বিশ^নাথ বনিক জানান ,এ ভবন নির্মাণে কোন ধরণের অনিয়ম করা হয়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর এ ভবনে নিচ তলায় অগ্নিনির্বাপক গাড়ী রাখার সুব্যবস্থা করা হয়েছে। এছাড়া প্রথম তলায় ফায়ার সার্ভিস কর্মকর্তা-কর্মচারীদের বসবাসেরও ব্যবস্থা রয়েছে যাতে করে তারা সার্বক্ষনিক আগুন নিয়ন্ত্রণে প্রস্তুত থাকতে পারে।
ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান এ্যাড. মতিউর রহমান জানান, প্রায় দেড় লক্ষ জনসংখ্যা অধ্যুষিত এ উপজেলায় ফায়ার সার্ভিস এর কোন কার্যালয় বা তৎপরতা না থাকায় এলাকার মানুষ সর্বদাই আগুন আতঙ্কে থাকত। বর্তমান সরকার এ ভবনটি নির্মাণ করে দেয়ায় উপজেলাবাসী স্বস্তির নিঃশ^াস ফেলছে।
বাসস/সংবাদদাতা/১৩৫৫/নূসী