বাসস ক্রীড়া-১ : তৃতীয় দিনের শুরুতে দ্বিতীয় ইনিংস শুরু করলো বাংলাদেশ

128

বাসস ক্রীড়া-১
ক্রিকেট-ইন্দোর টেস্ট
তৃতীয় দিনের শুরুতে দ্বিতীয় ইনিংস শুরু করলো বাংলাদেশ
ইন্দোর, ১৬ নভেম্বর, ২০১৯ (বাসস) : ভারতের বিপক্ষে ইন্দোরে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনের শুরুতে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করলো সফরকারী বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে ৬ উইকেটে ৪৯৩ রান করেছিলো স্বাগতিক ভারত। গতকাল রাতে ঐ স্কোরেই নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে দেয় ভারত।
ফলে আজ দিনের শুরুতে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ। ৩৪৩ রানে পিছিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করতে হয় টাইগারদের। কারণ প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হয়েছিলো বাংলাদেশ। প্রথম ইনিংসে ভারত করে ৪৯৩ রান।
সংক্ষিপ্ত স্কোর (টস- বাংলাদেশ) :
বাংলাদেশ প্রথম ইনিংস : ১৫০/১০, ৫৮.৩ ওভার (মুশফিক ৪৩, মোমিনুল ৩৭, লিটন ২১, মিঠুন ১৩, মাহমুদুল্লাহ ১০, আবু জায়েদ ৭, সাদমান ৬, ইমরুল ৬, এবাদত ২, তাইজুল ১, মিরাজ ০, সামি ৩/২৭, ইশান্ত ২/২০, অশ্বিন ২/৪৩, উমেশ ২/৪৭)।
ভারত প্রথম ইনিংস : ৪৯৩/৬ ডি, ১১৪ ওভার (আগারওয়াল ২৪৩, রাহানে ৮৬, জাদেজা ৬০*, পূজারা ৫৪, আবু জায়েদ ৪/১০৮)।
বাসস/এএমটি/১১৩৫/-স্বব