লক্ষ্মীপুরে ৩১৪টি বসতবাড়িতে বিদ্যুৎ সংযোগ প্রদান

393

লক্ষ্মীপুর, ১৫ নভেম্বর, ২০১৯ (বাসস) : ‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ শীর্ষক স্লোগানে নতুন মিটার সংযোগের মাধ্যমে আজ জেলার সদর উপজেলায় পল্লী বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে ৩১৪টি পরিবারের বসতবাড়ি।
আজ শুক্রবার সন্ধ্যায় লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল প্রধান অতিথি হিসাবে সদর উপজেলার মান্দারী ইউনিয়নের গন্ধব্যপুরে এ বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন।
এ উপলক্ষে মান্দারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক মো. শাহজাহান কবির, লক্ষ্মীপুর আদালতের পিপি মো. জসিম উদ্দিন প্রমুখ।
পল্লী বিদ্যুৎ কার্যালয় সূত্রে জানা যায়, এককোটি ২০লাখ টাকা ব্যয়ে সদর উপজেলার গন্ধব্যপুর গ্রামের ৮ দশমিক ২ কিলোমিটার এলাকা বিদ্যুতায়নের আওতায় আনা হয়েছে। এতে ২০টি ট্রান্সফরমারের মাধ্যমে ৪৪৭ পরিবারের জন্য বিদ্যুৎ সংযোগ সৃষ্টি করা হয়। এরমধ্যে বিদ্যুৎ সংযোগ নিয়েছে ৩১৪ পরিবার। নতুন এ সংযোগগুলোর মাধ্যমে এলাকাটি শতভাগ বিদ্যুতায়নের আওতায় এসেছে।