বাসস ক্রীড়া-১১ : ব্রাডম্যানকে পেছনে ফেললেন আগারওয়াল

160

বাসস ক্রীড়া-১১
ক্রিকেট-ইন্দোর টেস্ট
ব্রাডম্যানকে পেছনে ফেললেন আগারওয়াল
ইন্দোর, ১৫ নভেম্বর, ২০১৯ (বাসস) : ইন্দোরে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে ডাবল-সেঞ্চুরির স্বাদ নেন ভারতের ভারতের ওপেনার মায়াঙ্ক আগারওয়াল। সভশু ৮ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ১২তম ইনিংসে দ্বিতীয় ডাবল-সেঞ্চুরির স্বাদ নিয়েছেন তিনি। যার মাধ্যমে অস্ট্রেলিয়ার কিংবদন্তি খেলোয়াড় ডন ব্রাডম্যানকে পেছনে ফেললেন আগারওয়াল। ৭ ম্যাচে ১৩ ইনিংসে দু’টি ডাবল-সেঞ্চুরি করেছিলেন ব্রাডম্যান। সেখানে ক্যারিয়ারের প্রথম দু’টি ডাবল-সেঞ্চুরি পেতে এক ইনিংস কম খেলেছেন আগারওয়াল।
ব্রাডম্যানকে পেছনে ফেললেও, ক্যারিয়ারের প্রথম দু’টি ডাবল-সেঞ্চুরি দ্রুত পাবার তালিকায় দ্বিতীয়স্থানে থাকছেন আগারওয়াল। দ্রুত ক্যারিয়ারের প্রথম দু’টি ডাবল-সেঞ্চুরি পেয়ে বিশ্বরেকর্ড দখলে রেখেছেন ভারতের সাবেক বাঁ-হাতি খেলোয়াড় বিনোদ কাম্বলি।
১৯৯৩ সালে টেস্ট অভিষেক হয় কাম্বালির। এরপর চার টেস্টের পাঁচ ইনিংসে দু’টি ডাবল-সেঞ্চুরি তুলে নেন কাম্বলি। মুম্বাইয়ে ক্যারিয়ারের তৃতীয় টেস্টে (চতুর্থ ইনিংস) ইংল্যান্ডের বিপক্ষে ২২৪ ও দিল্লিতে ক্যারিয়ারের চতুর্থ টেস্টে (পঞ্চম ইনিংস) জিম্বাবুয়ের বিপক্ষে ২২৭ রান করেছিলেন কাম্বলি।
১৯২৮ সালে টেস্ট আঙ্গিনায় পথচলা শুরু হয় ব্রাডম্যানের। ১৯৩০ সালে লর্ডসে ক্যারিয়ারের ষষ্ঠ টেস্টে (এগারতম ইনিংস) ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম ডাবল-সেঞ্চুরির দেখা পান ব্রাডম্যান। ২৩৪ রান করেন তিনি। লিডসে ক্যারিয়ারের সপ্তম টেস্টে (তেরোতম ইনিংস) দ্বিতীয় ডাবল-সেঞ্চুরি তুলে ৩৩৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন ব্রাডম্যান।
২০১৮ সালের ডিসেম্বরে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ক্যারিয়ারের প্রথম টেস্ট খেলতে নামেন আগারওয়াল। ২০১৯ সালের অক্টোবরে বিশাখাপত্তমে ক্যারিয়ারের পঞ্চম টেস্টে (অষ্টম) প্রথম ডাবল-সেঞ্চুরির স্বাদ নেন তিনি। ২১৫ রান করেন আগারওয়াল। এরপর অষ্টম টেস্টে আজ দ্বিতীয় ডাবল-সেঞ্চুরি করেছেন ২৮ বছর বয়সী আগারওয়াল।
বাসস/এএমটি/১৮৩৩/স্বব