বাসস দেশ-৯ : কর্মরত নারী শ্রমিকদের সঙ্গে মহিলা পরিষদের মতবিনিময় সভা

126

বাসস দেশ-৯
মহিলা পরিষদ-মতবিনিময় সভা
কর্মরত নারী শ্রমিকদের সঙ্গে মহিলা পরিষদের মতবিনিময় সভা
ঢাকা, ১৫ নভেম্বর, ২০১৯ (বাসস) : মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ‘নারী শ্রমিকদের সম-মজুরী ও নিরাপত্তা চাই’- এই শ্লোগানকে সামনে রেখে বিভিন্ন সেক্টরে কর্মরত নারী শ্রমিকদের সঙ্গে এক মতবিনিময় সভা আজ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত আন্দোলন সম্পাদক রেখা চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মালেকা বানু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শামসুন্নাহার ভূঁইয়া, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সমন্বয়কারী কামরুল আহসান। সভায় লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের এডভোকেসি ও লবি শাখার পরিচালক জনা গোস্বামী।
মালেকা বানু বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের উন্নয়নের মহাসড়কে নারী শ্রমিকদের অবদান অসামান্য। নারীদের শ্রমের কারণেই আজ বাংলাদেশের দারিদ্র্য বিমোচন হচ্ছে। অর্থনৈতিক সমৃদ্ধি ঘটছে। নারী শ্রমিকদের ন্যায্য অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে।
সভায় কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, ঢাকা মহানগর শাখার নেতৃবৃন্দ, বিভিন্ন সেক্টরে কর্মরত নারী শ্রমিক সহ ৪৩ জন উপস্থিত ছিলেন
বাসস/সবি/কেসি/১৭১০/কেজিএ