বাসস দেশ-৩৬ : ধর্মের জন্য বর্তমান সরকার সমঅধিকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর : গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী

283

বাসস দেশ-৩৬
রেজাউল- সেমিনার
ধর্মের জন্য বর্তমান সরকার সমঅধিকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর : গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী
পিরোজপুর, ১৪ নভেম্বর, ২০১৯ (বাসস) : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ.ম. রেজাউল করিম বলেছেন, সব ধর্মের জন্য বর্তমান সরকার সম-অধিকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। ইসলামের দাওয়াত এমনভাবে দিতে হবে যাতে করে যুব সমাজ জঙ্গি-সন্ত্রাসী না হয়।
আজ দুপুরে পিরোজপুরে জেলা ইসলামিক ফাউন্ডেশন ও জাতীয় ইমাম সমিতি আয়োজিত জঙ্গিবাদ, উগ্রবাদ, মাদক ও সন্ত্রাসবাদসহ বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে ইমাম ও আলেম সমাজের করণীয় শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শ.ম. রেজাউল করিম আরো বলেন, সবার উপরে মানুষ সত্য-তাহার উপরে নাই। আমরা সবাই এই বাংলাদেশের নাগরিক। তাই এ দেশের অন্য ধর্মাবলম্বীদের জান মালের হেফাজত করা প্রতিটি মুসলমানের কর্তব্য।
মন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রতিটি জেলা উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণ করছেন। ইমাম-মুয়াজ্জিন, কেয়ার টেকার সরকারের বেতন ভাতায় চালিত হবেন। পিরোজপুরকে সন্ত্রাস, মাদক ও দূর্ণীতিমুক্ত একটি দৃষ্টান্ত জেলা তৈরী করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
বাসস/সংবাদদাতা/এমএআর/২০৩০/কেজিএ