বাসস দেশ-২৯ : রাশিয়ার নতুন রাষ্ট্রদূত কামরুল আহসান

156

বাসস দেশ-২৯
কামরুল-রাষ্ট্রদুত-রাশিয়া
রাশিয়ার নতুন রাষ্ট্রদূত কামরুল আহসান
ঢাকা, ১৪ নভেম্বর ২০১৯ (বাসস) : রুশ ফেডারেশনের রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন কামরুল আহসান। তিনি বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দ্বিপক্ষীক ও কনস্যুলার বিষয়ক সচিব হিসেবে নিয়োজিত রয়েছেন।
আহসান বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস)- ১৯৮৫ ব্যাচের ফরেন ক্যাডারে পেশাদার কূটনীতিক হিসেবে কর্মজীবন শুরু করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
কূটনীতিক জীবনে আহসান কানাডা ও সিঙ্গাপুরে বাংলাদেশের হাই কশিনারের দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে তিনি সচিব হিসেবে পদোন্নতি পান। রাষ্ট্রদুত আহসান বেইজিং, লন্ডন, ওয়াশিংটন ডিসি ও দুবাইয়ের বাংলাদেশ মিশনের বিভিন্ন দায়িত্ব পালন করেন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, রাষ্ট্রদূত কামরুল আহসান বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলোজি (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ব্যাচেলর অব সায়েন্স ডিগ্রি লাভ করেন। তিনি বেইজিং ল্যাংগুয়েজ ও কালচার ইউনিভার্সিটি এবং যুক্তরাষ্ট্রের হাওয়াই-এ এশিয়া প্যাসিফিক সেন্টার ফর সিকিউরিটি স্টাডিজ-এও অধ্যয়ন করেন।
বাসস/অনু-জেজেড/১৯৩৬/কেজিএ