বাসস ক্রীড়া-১৮ : রোহিতের ‘৩৫০’

141

বাসস ক্রীড়া-১৮
ক্রিকেট-ইন্দোর টেস্ট
রোহিতের ‘৩৫০’
ইন্দোর, ১৪ নভেম্বর, ২০১৯ (বাসস) : ইন্দোরে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অনন্য এক মাইলফলক স্পর্শ করেছেন ভারতের ওপেনার রোহিত শর্মা।
ভারতের ১২তম খেলোয়াড় হিসেবে ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে ৩৫০তম আন্তর্জাতিক ম্যাচ খেলার স্বাদ পেলেন তিনি। আর বিশ্বের ৫৪তম খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৩৫০তম ম্যাচ খেলেন রোহিত। টেস্টে ৩১টি, ওয়ানডেতে ২১৮টি ও টি-২০তে ১০১টি ম্যাচ খেলেছেন রোহিত।
রোহিতের আগে ভারতের হয়ে এই মাইলফলক স্পর্শ করেন শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি-রাহুল দ্রাবিড়- মোহাম্মদ আজহারউদ্দিন-সৌরভ গাঙ্গুলী-অনিল কুম্বলে-যুবরাজ সিং-বিরাট কোহলি-বিরেন্দার শেবাগ-হরভজন সিং ও কপিল দেব।
তিন ফরম্যাট মিলিয়ে সবচেয়ে বেশি ৬৬৪ ম্যাচ খেলার বিশ্বরেকর্ড দখলে রেখেছেন ভারতের টেন্ডুলকার। তার রান ৩৪৩৫৭।
বাসস/এএমটি/১৯২৫/স্বব