বাসস ক্রীড়া-১৫ : ইমার্জিং এশিয়া কাপে হংকংকে ৮ উইকেটে হারালো বাংলাদেশ

123

বাসস ক্রীড়া-১৫
ক্রিকেট-ইমার্জিং
ইমার্জিং এশিয়া কাপে হংকংকে ৮ উইকেটে হারালো বাংলাদেশ
ঢাকা, ১৪ নভেম্বর, ২০১৯ (বাসস) : ইমার্জিং টিমস এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে উড়ন্ত সূচনা করলো বাংলাদেশ। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে আজ বৃহস্পতিবার সাভারের বিকেএসপি মাঠে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৯ উইকেটে হারিয়েছে হংকংকে।
বল হাতে পেসার সুমন খান এবং ব্যাটসম্যান সৌম্য সরকারের দারুণ নৈপুণ্যে সহজ জয় তুলে নেয় বাংলাদেশ।
টস জিতে ইমার্জিং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। সুমন খানের বোলিং তোপে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৪ রান করতে সক্ষম হয় হংকং। ৩৩ রানে ৪ উইকেট শিককার করেন সুমন।
জয়ের জন্য ১৬৫ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ২৪.১ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। টি-২০ সিরিজ খেলে ভারত থেকে ফেরা ওপেনার নাইম শেখ করেন ৫২ বলে ৫০ রান। ৭৪ বলে ৯টি চার এবং ৩টি ছক্কায় অপরাজিত ৮৪ রান করেন সৌম্য। অপর প্রান্তে ২২ বলে ২২ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠে ছাড়েন অধিনায়ক শান্ত।
সংক্ষিপ্ত স্কোর:
হংকং: ১৬৪-৯; ৫০ ওভার (হারুন আরশাদ ৩৫, আয়াজ খান ২০, সুমন খান ৪-৩৩)।
বাংলাদেশ: ১৬৬-১; ২৪.১ ওভার( সৌম্য সরকার অপরাজিত ৮৪, নাইম শেখ ৫২)।
বাসস/এসএমপি/স্বব/১৯১০/এএমটি