বাংলাদেশের ১১তম টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হলো মোমিনুলের

205

ইন্দোর, ১৪ নভেম্বর, ২০১৯ (বাসস) : বাংলাদেশের ১১তম টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হলো বাঁ-হাতি ব্যাটসম্যান মোমিনুল হকের। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান আইসিসির নিষেধাজ্ঞার কবলে পড়ায় ভারতের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে দলের নেতৃত্ব পান মোমিনুল। ইন্দোরের হলকার ক্রিকেট স্টেডিয়ামে আজ থেকে শুরু হওয়া প্রথম টেস্টে টস করতে নেমেই অধিনায়ক হিসেবে পথচলা শুরু করলেন তিনি।
মোমিনুলের আগে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অধিনায়কত্ব করেছেন নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাসুদ পাইলট, খালেদ মাহমুদ সুজন, হাবিবুল বাশার সুমন, মোহাম্মদ আশরাফুল, মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদ।
টেস্টে বাংলাদেশের অধিনায়কদের পরিসংখ্যান :
অধিনায়ক ম্যাচ জয় হার টাই ড্র
নাইমুর রহমান (২০০০-২০০১) ৭ ০ ৬ ০ ১
খালেদ মাসুদ (২০০১-২০০৪) ১২ ০ ১২ ০ ০
খালেদ মাহমুদ (২০০৩-২০০৩) ৯ ০ ৯ ০ ০
হাবিবুল বাশার (২০০৪-২০০৭) ১৮ ১ ১৩ ০ ৪
মোহাম্মদ আশরাফুল (২০০৭-২০০৯) ১৩ ০ ১২ ০ ১
মাশরাফি বিন মর্তুজা (২০০৯-২০০৯) ১ ১ ০ ০ ০
সাকিব আল হাসান (২০০৯-২০১৯) ১৪ ৩ ১১ ০ ০
মুশফিকুর রহিম (২০১১-২০১৭) ৩৪ ৭ ১৮ ০ ৯
তামিম ইকবাল (২০১৭-২০১৭) ১ ০ ১ ০ ০
মাহমুদুল্লাহ রিয়াদ (২০১৮-২০১৯) ৬ ১ ৪ ০ ১