বাসস দেশ-১৩ : সংসদ টেলিভিশনের অনুষ্ঠান ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

113

বাসস দেশ-১৩
কমিটি – সভা
সংসদ টেলিভিশনের অনুষ্ঠান ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ঢাকা, ১৪ নভেম্বর, ২০১৯ (বাসস) : একাদশ জাতীয় সংসদের সংসদ বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান ব্যবস্থাপনা কমিটির ৩য় সভা আজ কমিটির সভাপতি জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী’র সভাপতিত্বের সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে।
সভায় কমিটি সদস্য আসাদুজ্জামান নূর, সুবর্ণা মুস্তাফা, অপরাজিতা হক, রুমানা আলী, শবনম জাহান, রাজী মোহাম্মদ ফখরুল এবং নাহিদ ইজাহার খান অংশগ্রহণ করেন।
কমিটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে সংসদ বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে বিভিন্ন অনুষ্ঠান প্রচারের সিদ্ধান্ত গ্রহণ করে।
বাংলাদেশ টেলিভিশনের প্রধান প্রকৌশলীসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
বাসস/সবি/কেসি/১৭০০/এএএ