বাসস ক্রীড়া-২ : ৩ উইকেটে ৬৩ রান নিয়ে মধ্যাহ্ন-বিরতিতে বাংলাদেশ

138

বাসস ক্রীড়া-২
ক্রিকেট-ইন্দোর টেস্ট
৩ উইকেটে ৬৩ রান নিয়ে মধ্যাহ্ন-বিরতিতে বাংলাদেশ
ইন্দোর, ১৪ নভেম্বর, ২০১৯ (বাসস) : দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ভারতের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং করছে সফরকারী বাংলাদেশ। ২৬ ওভারে ৩ উইকেটে ৬৩ রান নিয়ে প্রথম দিনের মধ্যাহ্ন-বিরতিতে গেল টাইগাররা।
ইন্দোরের হলকার স্টেডিয়ামে ব্যাট হাতে নেমেই ১২ রানে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। ৬ রান করে ফিরে যান দুই ওপেনার সাদমান ইসলাম ও ইমরুল কায়েস।
এরপর অধিনায়ক মোমিনুল হকের সাথে ১৯ রানের জুটি গড়ে আউট হন মোহাম্মদ মিঠুন। ১২ রান করেন তিনি।
দলীয় ৩১ রানে তৃতীয় উইকেট পতনের পর দলের হাল ধরে মধ্যাহ্ন-বিরতি পর্যন্ত অবিচ্ছিন্ন থাকেন মোমিনুল ও মুশফিকুর রহিম। মোমিনুল ২২ ও মুশফিক ১৪ রানে অপরাজিত আছেন। ভারতের পক্ষে তিন পেসার ইশান্ত শর্মা-উমেশ যাদব-মোহাম্মদ সামি ১টি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর (টস- বাংলাদেশ) : (মধ্যাহ্ন-বিরতি পর্যন্ত)
বাংলাদেশ : ৬৩/৩, ২৬ ওভার (মোমিনুল ২২*, মুশফিক ১৪*, মিঠুন ১২, সাদমান ৬, ইমরুল ৬, সামি ১/১২, ইশান্ত ১/১২)
বাসস/এএমটি/১২১০/স্বব