বাসস ক্রীড়া-১৪ : হামেসের হাঁটুতে বড় কোন সমস্যা ধরা পড়েনি

214

বাসস ক্রীড়া-১৪
ফুটবল-বিশ্বকাপ-কলম্বিয়া-রদ্রিগুয়েজ
হামেসের হাঁটুতে বড় কোন সমস্যা ধরা পড়েনি
সোচি (রাশিয়া), ১ জুলাই, ২০১৮ (বাসস) : হামেস রদিগেজের পেশীর বড় কোন ক্ষতি হয়নি, তবে তার হাঁটুর চামড়া উঠে গেছে বলে নিশ্চিত করেছে ফেডারেশন কলম্বিয়া ডি ফুটবল (এফসিএফ)।
এই মিডফিল্ডারের গোলে ভর করে গ্রুপ পর্বে সেনেগালের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে কলম্বিয়া। মঙ্গলবার নকআউট পর্বে ইংল্যান্ডের মোকাবেলা করবে দক্ষিন আমেরিকার দলটি।
তবে মস্কোর ওই ম্যাচে বায়ার্ন মিউনিখের এই ফুটবল তারকার অংশগ্রহন নিয়ে এখনো সন্দেহ রয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে কলম্বিয়া হামেসের ইনজুরিগ্রস্ত পায়ের স্ক্যান করানোর কথা নিশ্চিত করে বলা হয়,‘ স্ক্যানে তার পায়ের পেশীতে কোন সমস্যা ধরা পড়েনি। শুধুমাত্র সেখানে সামন্য ফুলে গেছে।
উল্লেখ্য, চার বছর আগে অনুষ্ঠিত ব্রাজিল বিশ্বকাপে কলম্বিয়াকে কোয়ার্টার ফাইনালে পৌঁছে দেয়া হামেস সর্বাধিক গোলের মালিক হিসেবে ওই আসরের গোল্ডেন বুট জয় করে নিয়েছিলেন। আজ দলটি রুদ্ধদ্বার অনুশীলনে অংশ নিয়েছে।
বাসস/ওয়েবসাইট/এমএইচসি/১৮১৫/স্বব