বাসস ক্রীড়া-১৪ : বাংলাদেশের সান্তনার জয়, ফাইনালে নেপাল

132

বাসস ক্রীড়া-১৪
ভলিবল-বঙ্গমাতা-নেপাল-বাংলাদেশ
বাংলাদেশের সান্তনার জয়, ফাইনালে নেপাল
ঢাকা, ১৩ নভেম্বর ২০১৯ (বাসস): বঙ্গমাতা এশিয়ান সিনিয়র ওমেন্স সেন্ট্রাল জোন আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে নেপাল। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত রাউন্ড রবিন লীগ পর্বে মালদ্বীপকে ৩-০ সেটে হারায় তারা। প্রথম সেট ২৫-১৪, দ্বিতীয় সেট ২৫-০৫ ও তৃতীয় সেট ২৫-১৩ পয়েন্ট জিতে নেয় হিমালয় কন্যারা।
এই জয়ের ফলে ফাইনাল নিশ্চিত করেছে নেপাল। লীগ পর্বের তিন ম্যাচে জয় নিয়ে মালদ্বীপও ফাইনাল নিশ্চিত করেছে। আগামীকাল বৃহস্পতিবার ফাইনালে ফের মুখোমুখি হবে নেপাল ও মালদ্বীপ।
এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে সান্তনার জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশের নারী ভলিবল দল। কিরগিজস্তানকে ৩-২ সেটে হারিয়েছে তারা। প্রথম সেট ২৫-০৯, দ্বিতীয় সেট ২৫-১৫ পয়েন্টে হেরে যাবার পর তৃতীয় সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।
তৃতীয় সেটটি জিতে নেয় ২৫-২১ পয়েন্টে। এরপর চতুর্থ সেটে ২৫-১৭ ব্যবধানে জয় নিয়ে সমতায় ফিরে বাংলাদেশ। পঞ্চম সেটও ১৫-১১ ব্যবধানে জিতে জয়ের উৎসবে মাতে বাংলাদেশ। আগামীকাল তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফের এই কিরগিজস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
বাসস/এমএইচসি/১৮৫৫/স্বব