বাজিস-৭ : নড়াইলে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

108

বাজিস-৭
নড়াইল-কৃষি উপকরণ
নড়াইলে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
নড়াইল, ১৩ নভেম্বর, ২০১৯ (বাসস): জেলায় ২০১৯-২০ অর্থবছরে রবি ও খরিপ মৌসুমে প্রনোদনা কর্মসূচির আওতায় নির্বাচিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আজ বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কার্যালয়ের উদ্যোগে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।
আজ বুধবার সদর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক আনজুমান আরা কৃষকদের মাঝে এসব উপকরণ বিতরণ করেন।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশিক্ষন কর্মকর্তা অনুজ কুমার বিশ্বাসসহ উপকারভোগি কৃষক-কৃষাণীরা এ সময় উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, জেলা সদরে এক হাজার সরিষা চাষির প্রত্যেককে এক কেজি, বিশ কেজি ডিএপি সার ও দশ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।
বাসস/সংবাদদাতা/১৭৫৬/এমকে