বাসস ক্রীড়া-১১ : কোচের দায়িত্ব ছাড়বেন না সাম্পোলি

147

বাসস ক্রীড়া-১১
ফুটবল-সাম্পোলি
কোচের দায়িত্ব ছাড়বেন না সাম্পোলি
সোচি (রাশিয়া), ১ জুলাই, ২০১৮ (বাসস) : আর্জেন্টিনার কোচের পদ থেকে সড়ে দাঁড়াবেন না বলে জানালেন হোর্হে সাম্পোলি। গত রাতে ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হেরে রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে সাম্পোলির আর্জেন্টিনা। ব্যর্থতার দায়ে তাকে কোচের পদ থেকে সড়িয়ে দেয়ার দাবী জানিয়েছেন আর্জেন্টিনার সাবেক খেলোয়াড় ও সমর্থকরা। তবে কোচের পদ থেকে সড়ে দাঁড়াতে চান না সাম্পোলি। তিনি বলেন, ‘আমি যেখানে আছি, এ অবস্থায় থাকতে চাই। আর্জেন্টিনার কোচের পদ থেকে সরে দাঁড়াতে চাই না।’
গ্রুপ পর্বে ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর শেষ ষোলোর টিকিট পাওয়া আর্জেন্টিনার জন্য কঠিনই ছিলো। তবে নাইজেরিয়াকে হারিয়ে ঘাম ঝড়িয়ে শেষ ষোলোতে উঠে আর্জেন্টিনা। কিন্তু ফ্রান্সের বিপক্ষে লিড নিয়েও শেষ পর্যন্ত ম্যাচটি হেরে যায় মেসি-ডি মারিয়ারা। এভাবে বিদায় নেয়াটা অনেক বেশি কষ্টের বলে মনে করেন সাম্পোলি। গতরাতে ম্যাচ শেষে সাম্পোলি বলেন, ‘খুবই কষ্টের এই অভিজ্ঞতা। এটা হতাশার, তবে ব্যর্থতা নয়। আমাদের খেলায় খুব বেশি পরিবর্তন আনা হয়নি। এভাবে বিদায় নেয়াটা মেনে নেয়া কঠিন।’
৪ মিনিটের ব্যবধানে দু’গোল করে ফ্রান্সের জয় নিশ্চিত করেন কিলিয়ান এমবাপে। তাই এমবাপেই ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছেন বলে মনে করেন সাম্পোলি। তিনি বলেন, ‘অসাধারণ খেলেছে এমপাবে। যখন এমবাপে এভাবে খেলে তাকে থামানো খুব কঠিন। অবশ্য তার ঐ দু’গোলে আমাদের কৌশলগত কিছু ভুলও ছিলো। আমাদের ডিফেন্ডারদের আরও বেশি দায়িত্বশীল হওয়া জরুরি ছিলো।’
পুরো টুর্নামেন্টে চার ম্যাচ থেকে এক গোল করেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তাকে নিয়ে স্বপ্ন দেখেছিলো আর্জেন্টিনা। অথচ মেসিই নিজেই ফ্লপ। মেসি ফর্মে না থাকা কিভাবে দেখছেন সাম্পোলি!! তিনি বলেন, ‘মেসি বিশ্ব সেরা খেলোয়াড়। সে আমাদের দলে ছিলো। তাকে নিয়ে আমরা অনেক বেশি আশাবাদি ছিলাম। আমাদের উচিত ছিল সবাই মিলে মেসিকে সহায়তা করা। মেসিকে নিয়ে আমরা পরিকল্পনা করেছি। তাকে ঘিরে খেলা, তার জন্য জায়গা বের করা, তাকে গোল করার সুযোগ তৈরি করে দেয়াই আমাদের কাজ ছিলো। অনেক সময় সে যা করতে চেয়েছে, সেটাতে সাহায্যের চেষ্টা করেছি। কিন্তু বেশির ভাগ সময়ই আমরা আমাদের ভাবনাগুলোকে প্রয়োগ করতে পারিনি।’
পরিশেষে, দলের সকলকে ধন্যবাদ দিয়েছেন সাম্পোলি। তিনি বলেন, ‘আমি সবাইকে ধন্যবাদ জানাই। সবাই নিজেদের সেরাটা দেয়ার চেষ্টা করেছে।’
বাসস/এএমটি/১৭২৫/স্বব