বাসস প্রধানমন্ত্রী-৪ : ডায়াবেটিস নিয়ন্ত্রণে সবাইকে একসাথে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

123

বাসস প্রধানমন্ত্রী-৪
শেখ হাসিনা-ডায়াবেটিস প্রতিরোধ
ডায়াবেটিস নিয়ন্ত্রণে সবাইকে একসাথে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
ঢাকা, ১৩ নভেম্বর, ২০১৯ (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতা সৃষ্টিতে সবাইকে একসাথে কাজ করতে হবে।
তিনি বলেন, ‘ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতা সৃষ্টিতে আমাদের সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে। পাশাপাশি এ ব্যাপারে নানা কার্যকর পদক্ষেপ গ্রহণে আমি সংশ্লিষ্ট সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানাই।’
আগামীকাল বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আজ দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এ কথা বলেন। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘আসুন, পরিবারকে ডায়াবেটিসমুক্ত রাখি’।
শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ সরকার সব সময়ই জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নানামুখী কর্মসূচি গ্রহণ করে থাকে। আমরা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছি।’
তিনি বলেন, ‘একটি গণমুখী স্বাস্থ্যনীতি প্রণয়ন করে তা বাস্তবায়নেও কাজ করছি। সারা দেশে সকল হাসপাতালে শয্যাসংখ্যা বৃদ্ধির পাশাপাশি নতুন নতুন মেডিকেল কলেজ, নার্সিং কলেজ ও নার্সিং ইনস্টিটিউট এবং মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে।’
শেখ হাসিনা বলেন, ‘গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সাড়ে ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলা হয়েছে। জনগণকে ৩০ পদের ওষুধ বিনামূল্যে দেওয়া হচ্ছে। ডিজিটাল পদ্ধতিতে স্বাস্থ্যসেবা প্রদান করতে সক্ষম হয়েছি।’
প্রধানমন্ত্রী প্রতি বছরের ন্যায় এবারও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির উদ্যোগে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ পালিত হচ্ছে জেনে আনন্দ প্রকাশ করেন এবং এ উপলক্ষে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান।
দিবসটি উপলক্ষে তিনি গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।
বাসস/তবি/বিকেডি/১৭১০/-আসাচৌ