বাসস ক্রীড়া-২ : ফুটবলকে বিদায় বললেন ভিয়া

110

বাসস ক্রীড়া-২
ফুটবল-অবসর
ফুটবলকে বিদায় বললেন ভিয়া
টোকিও, ১৩ নভেম্বর ২০১৯ (বাসস) : মৌসুমের শেষে পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের শীর্ষ গোলদাতা ডেভিড ভিয়া।
বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার শেষে ৩৭ বছর বয়সী ভিয়া বর্তমানে জাপানের জে-লিগের ক্লাব ভিসেল কোবের হয়ে খেলছেন। বার্সেলোনা, এ্যাথলেটিকো মাদ্রিদ ও ভ্যালেন্সিয়ার হয়ে ক্লাব ফুটবলেও তিনি নিজেকে দারুণভাবে প্রমাণ করেছেন।
গতকাল এক সংবাদ সম্মেলনে ভিয়া বলেন, ‘পেশাদার ক্যারিয়ার শেষ করে আমি অবসরের সিদ্ধান্ত নিয়েছি। অনেক দিন ধরেই আমি বিষয়টি নিয়ে চিন্তা করছি। এজন্য আমি পরিবার ও বন্ধুদের সাথেও আলোচনা করেছি। এজন্য আমাকে কেউ জোড় করেনি, নিজে থেকেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি।’
এ সময় ভিয়া বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন। স্পেনের হয়ে তিনটি বিশ্বকাপে অংশ নিয়েছে ভিয়া। ২০১০ সালে বিশ্বকাপ ও ২০০৮ সালে ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপ জয়ী স্পেন দলের গর্বিত সদস্য ছিলেন তিনি। স্পেনের জাতীয় দলের জার্সি গায়ে ভিয়া সর্বোচ্চ ৫৯টি গোল করেছেন।
জাতীয় দলের সাফল্য ছাড়াও বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ, দুটি লা লিগা ও ক্লাব বিশ্বকাপের শিরোপাও তিনি অর্জন করেছেন।
ভিসেল কোবে তিনি সতীর্থ হিসেবে পেয়েছেন স্প্যানিশ অভিজ্ঞ তারকা আন্দ্রেস ইনিয়েস্তা ও জার্মান স্ট্রাইকার লুকাস পোদোলস্কিকে। যদিও বিদেশী এই তারকাদের দলে পেয়েও ভিসেল কোব খুব একটা অগ্রসর হতে পারেনি। ৩১ ম্যাচ শেষে বর্তমানে জে-লিগ টেবিলের ১০ম স্থানে রয়েছে কোব। গত মৌসুমেও এই একই স্থানে থেকেই তারা বছর শেষ করেছিল। ভিসেলের হয়ে ২৬ ম্যাচে ভিয়া ১২ গোল করেছেন।
বাসস/নীহা/১৬২৫/স্বব