বাসস দেশ-২৬ : ওসমানী মেডিকেল কলেজের সাবেক উপ-পরিচালকসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

126

বাসস দেশ-২৬
দুদক-চার্জশিট
ওসমানী মেডিকেল কলেজের সাবেক উপ-পরিচালকসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট
ঢাকা, ১২ নভেম্বর, ২০১৯ (বাসস) : ১ কোটি ৫৭ লাখ ৯৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগে সিলেট এম এ এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক উপপরিচালক ডা. মো. আব্দুস ছালামসহ চারজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মাহবুবুল আলম সিলেটের একটি আদালতে এ চার্জশিট দাখিল করেন।
মামলার অপর আসামিরা হলেন, রাজধানীর কাকরাইলস্থ মেসার্স প্রাইম এন্টারপ্রাইজের মালিক মো. জাকির হোসেন, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন হিসাব রক্ষক মো. আব্দুল কুদ্দুছ এবং চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার মিরপুর গ্রামের বাসিন্দা আরিফ আহমেদ।
আসামিরা পরস্পর যোগসাজশে ২০১৫-১৬ অর্থবছরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এমএসআর সামগ্রী সরবরাহের নামে প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার করে ২৪টি ভুয়া বিলের মাধ্যমে সরকারের ১ কোটি ৫৭ লাখ ৯৬ হাজার ৬৪ টাকা আত্মসাৎ করেছে বলে চার্জশিটে উল্লেখ করা হয়।
এ ব্যাপারে ২০১৮ সালের ২৪ মে দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মাহবুবুল আলম বাদি হয়ে সিলেটের কোতয়ালী থানায় একটি মামলা করেন।
বাসস/সবি/এফএইচ/১৮১২/এএএ