মুজিব বর্ষ উপলক্ষে বিএসটিআইতে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী

214

ঢাকা, ১২ নভেম্বর, ২০১৯ (বাসস) : মুজিব বর্ষ উপলক্ষে জাতীয় মান সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) -এ স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
আজ মঙ্গলবার রাজধানীর তেজগাঁওস্থ বিএসটিআই প্রধান কার্যালয়ে তিনি বঙ্গবন্ধুর এ ম্যুরাল উদ্বোধন করেন।
১৯৭৪ সালে বঙ্গবন্ধুর ঐকান্তিক প্রচেষ্টায় জাতীয় মান সংস্থা বিএসটিআই আন্তর্জাতিক মান সংস্থা- আইএসও এর সদস্যপদ লাভ করে। বঙ্গবন্ধুর এ অসামান্য আবদানকে স্মরণীয় করে রাখতে বিএসটিআই প্রাঙ্গণে বঙ্গবন্ধুর এ ম্যুরাল স্থাপন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শিল্পসচিব মো. আবদুল হালিম, বিএসটিআই মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইন ও বঙ্গবন্ধুর ম্যুরালের চিত্রশিল্পী মানিক বিশ্বাস উপস্থিত ছিলেন।
নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, জাতীয় মান নির্ধারণী প্রতিষ্ঠান হিসেবে বিএসটিআই সারাদেশে গুণগত শিল্পায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ প্রতিষ্ঠান আন্তর্জাতিক বাজারে পণ্য রপ্তানির ক্ষেত্রে উদ্যোক্তাদের মান সহায়তা দিচ্ছে। ফলে রপ্তানি বাণিজ্যে বাংলাদেশের অবস্থান ক্রমেই শক্তিশালী হচ্ছে।
প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, বিএসটিআইকে আন্তর্জাতিক মান সম্পন্ন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগণের দোরগোড়ায় বিএসটিআই’র সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে পর্যায়ক্রমে প্রতিটি জেলায় বিএসটিআই’র অফিস স্থাপন করা হবে।
আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি প্রদানসহ প্রতিষ্ঠানটির উন্নয়নে রূপকল্প ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধুর স্বপের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে বিএসটিআই নিরলসভাবে কাজ করে যাচ্ছে।