ট্রেন দুর্ঘটনায় আহতদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী

205

ঢাকা, ১২ নভেম্বর, ২০১৯ (বাসস) : ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনায় আহতদের শতভাগ চিকিৎসা সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সিভিল সার্জন, চিকিৎসক, নার্স ও কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
আজ মঙ্গলবার সংশ্লিষ্ট এলাকার হাসপাতালগুলোতে ভর্তিকৃত আহত যাত্রীদের সেবা নিশ্চিত করতে এই নির্দেশনা প্রদান করেন তিনি।
এছাড়াও এক শোকবার্তায় ব্রাহ্মণবাড়িয়ায় দু’টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী।
শোক বার্তায় তিনি নিহতদের রূহের মাগফেরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং শোকসন্তুপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।