৪ ডিসেম্বর এসএ গেমস মিশন শুরু করবে বাংলাদেশ হ্যান্ডবল দল

148

ঢাকা, ১২ নভেম্বর ২০১৯ (বাসস) : আগামী ১-১০ ডিসেম্বর নেপালের কাঠমান্ডু ও পোখরায় শুরু হচ্ছে দক্ষিণ এশিয়ান দেশগুলোর সবচেয়ে বড় ক্রীড়া আসর বা দক্ষিণ এশিয়ার অলিম্পিক খ্যাত এসএ গেমসের ১৩তম আসর। ১৭টি ভেন্যুতে এবার সর্বমোট ২৮টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। যদিও বাংলাদেশ অংশ নিচ্ছে ২৫টি ইভেন্টে। এবারই প্রথমবারের মত প্যারাগ্লাইডিং ইভেন্ট এসএ গেমসে অন্তর্ভূক্ত হয়েছে। স্বাগতিক দেশ হিসেবে নেপালের ইচ্ছাতে অন্তর্ভুক্ত করা হয়েছে গলফ ও কারাতেকে। এছাড়া আট বছর পর ক্রিকেট ফিরেছে এসএ গেমসে।
গেসমের অন্যতম আকর্ষণীয় ইভেন্ট হ্যান্ডবল পোখরায় শুরু হবে আগামী ৪ নভেম্বর, শেষ হবে ৯ নভেম্বর। পোখরার ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল স্টেডিয়ামে পুরুষ ও নারী বিভাগের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে। এবারের আসরে উভয় বিভাগে ৬টি দেশ অংশ নিচ্ছে। ইতোমধ্যেই পুরুষ ও নারী বিভাগের গ্রুপিং ও ফিকশ্চার চূড়ান্ত হয়েছে।
পুরুষ বিভাগে পুল ‘এ’ তে বাংলাদেশের প্রতিপক্ষ গতবারের স্বর্ণজয়ী ভারত ও মালদ্বীপ। এই বিভাগের পুল ‘বি’তে আছে পাকিস্তান, নেপাল ও শ্রীলংকা। এদিকে নারী বিভাগে পুল ‘বি’তে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল ও শ্রীলংকা। পুল ‘এ’ তে রয়েছে ভারত, পাকিস্তান মালদ্বীপ।
প্রথম দিনেই মাঠে নামছে বাংলাদেশ পুরুষ ও মহিলা হ্যান্ডবল দল। পুরুষ বিভাগে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও নারীরা খেলবে নেপালের বিপক্ষে। ৫ ডিসেম্বর পুরুষ দল গ্রুপের শেষ ম্যাচে মালদ্বীপের মোকাবেলা করবে। পরের দিন নারীরা খেলবে শ্রীলংকার বিপক্ষে।
৭ ডিসেম্বর দুই বিভাগের উভয় গ্রুপের শীর্ষ চারটি দল নিয়ে অনুষ্ঠিত হবে সেমিফাইনাল। ৯ ডিসেম্বর তৃতীয়/চতুর্থ স্থান নির্ধারণী ম্যাচের পর উভয় বিভাগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
সর্বশেষ ২০১৬ সালে দ্বাদশ এসএ গেমসে হ্যান্ডবলে বাংলাদেশ নারী দল রৌপ্য ও পুরুষ দল ব্রোঞ্জ পদক লাভ করেছিল।
আসন্ন এসএ গেমসকে সামনে রেখে বর্তমানে বাংলাদেশ জাতীয় হ্যান্ডবল দল প্রস্তুতি ম্যাচ খেলতে ভারত সফরে রয়েছে। দিল্লী, হিমাচল ও পাঞ্জাবে উভয় বিভাগে ৬টি করে সর্বমোট ১২টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে পাঞ্জাব ও হিমাচলে চারটি ম্যাচে পুরুষ দল জয়ী হয়েছে, দিল্লীতে একটি ম্যাচে পরাজিত হয়েছে। নারী বিভাগে পাঞ্জাব ও দিল্লীতে একটি করে ম্যাচে জয়ী হয়েছে বাংলাদেশ। পাঞ্জাবে একটি ম্যাচ ড্র হয়েছে। আগামী শুক্রবার রাতে বাংলাদেশ দলের দেশে ফেরার কথা রয়েছে।