বাসস ক্রীড়া-৫ : জানুয়ারিতে সৌদি আরবে অনুষ্ঠিত হবে স্প্যানিশ সুপার কাপ

109

বাসস ক্রীড়া-৫
ফুটবল-সুপার কাপ
জানুয়ারিতে সৌদি আরবে অনুষ্ঠিত হবে স্প্যানিশ সুপার কাপ
মাদ্রিদ, ১২ নভেম্বর ২০১৯ (বাসস) : প্রথমবারের মত স্প্যানিশ সুপার কাপ স্পেনের বাইরে আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী বছর জানুয়ারিতে সৌদি আরবে অনুষ্ঠিত হবে স্প্যানিশ সুপার কাপের আসর। স্পেন ফুটবল এসোসিয়েশন এই তথ্য নিশ্চিত করেছে।
জানুয়ারির শুরুতে চার দলের এই টুর্নামেন্ট জেদ্দার কিং-আবদুল্লাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। টুর্ণামেন্টে লা লিগা বিজয়ী বার্সেলোনা খেলবে এ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে, অন্যদিকে কোপা ডেল রে চ্যাম্পিয়ন ভ্যালেন্সিয়া খেলবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে। ৮ জানুয়ারি শুরু হয়ে আগামী ১২ জানুয়ারি ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এই টুর্নামেন্ট।
বাসস/নীহা/১৬১০/স্বব