শিশু (সংশোধন) বিলের রিপোর্ট চূড়ান্ত

190

ঢাকা, ১ জুলাই, ২০১৮ (বাসস) : সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় সংসদে রিপোর্ট প্রদানের শিশু (সংশোধন) বিল, ২০১৮-এর রিপোর্ট চূড়ান্ত করা হয়েছে।
কমিটির সভাপতি মো. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে আজ সংসদ ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, পীর ফজলুর রহমান, মো. আব্দুল মতিন, বেগম লুৎফা তাহের এবং সৈয়দা সায়রা মহসীন সভায় অংশগ্রহণ করেন।
এর আগে সভায় শিশু (সংশোধন) বিল, ২০১৮ সর্ম্পকে বিস্তারিত আলোচনা করা হয়। বিলটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা-নিরীক্ষা করে সংশোধিত আকারে রির্পোট উপস্থাপনের জন্য সুপারিশ করা হয়।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।