বাজিস-১ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৫

341

বাজিস-১
ব্রাহ্মণবড়িয়া -নিহত ১৫
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৫
ব্রাহ্মণবাড়িয়া, ১২ নভেম্বর, ২০১৯ (বাসস) : ঢাকা চট্টগ্রাম রেলপথে ব্রাহ্মণবাড়িয়ার কসবার মঙ্গলবার রাত ৩টায় দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ১৫জন নিহত হয়েছেন বলে জেলা প্রশাসনের সূত্রে জানা গেছে। গতরাত ৩টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী তূর্ণা নিশিতা ও সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রাম গামী উদয়ন এক্সপ্রেসের সাথে এ দুর্ঘটনা ঘটে। জেলার কসবার বায়েক ইউনিয়নের ৯ জন, কসবা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ৩ জন, ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপাতালে ২ জন ও কমিল্লায় ১ জনসহ মোট ১৫জন মারা গেছে। রেল সূত্র পুলিশ এ কথা জানায়।
এ ঘটনার পর চট্টগ্রামের সাথে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরির্দশন করেছেন। জেলা প্রশাসক হায়াত উদ-দোলা খান ১৫ জনের নিহতের কথা জানান।
জেলার এখন পর্যন্ত অর্ধশত চিকিৎসাধীন রয়েছে। দুঘটনার পর আহত নিহতদের উদ্ধার করতে ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া ও কসবা থেকে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌছে। আহতদের উদ্ধার করে কসবা, আখাউড়া ও জেলা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।
উদ্ধার অভিযান চলছে। এ ঘটনায় জেলা প্রশাসন ৩ সদস্যের তদন্ত টিম গঠন করেছে।
বাসস/সংবাদাতা/৯-৪৯/নূসী