বাসস দেশ-৩০ : রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরি করে দেয়ার অভিযোগে ট্র্যাভেল এজেন্সির মালিক গ্রেফতার

492

বাসস দেশ-৩০
র‌্যাব অভিযান-গ্রেফতার
রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরি করে দেয়ার অভিযোগে ট্র্যাভেল এজেন্সির মালিক গ্রেফতার
ঢাকা, ১১ নভেম্বর, ২০১৯ (বাসস) : অবৈধ প্রক্রিয়ায় রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট তৈরি করে দেয়ার অভিযোগে রাজধানীর বাসাবো এলাকা থেকে একটি ট্র্যাভেল এজেন্সির মালিককে গ্রেফতার করেছে র‌্যাব।
র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অবৈধ প্রক্রিয়ায় পাসর্পোট তৈরি চক্রের মূলহোতা আতিকুর রহমান আজিজিয়া ইন্টারন্যাশনাল ট্র্যাভেল এজেন্সির মালিক। আজ সোমবার সন্ধ্যায় বাসাবোতে তার অফিসে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, অভিযানে বাসাবো এলাকার নাভানা টাওয়ারে ওই অফিসে রোহিঙ্গাদের নামে অবৈধভাবে তৈরি করা বিপুল পরিমাণ পাসর্পোট ও ভুয়া ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে।
মহিউদ্দিন ফারুকী বলেন, এ অভিযানের আতিকুরের বিপুল পরিমাণ অর্থ সম্পদের তথ্য পাওয়া গেছে।
বাসস/এএসজি/এমএমবি/২১৩৫/কেজিএ