বাসস প্রধানমন্ত্রী-২ (দ্বিতীয় ও শেষ কিস্তি) : মন্ত্রিসভায় পিপিপি সংশোধন আইনের খসড়া অনুমোদিত

120

বাসস প্রধানমন্ত্রী-২ (দ্বিতীয় ও শেষ কিস্তি)
শেখ হাসিনা-মন্ত্রিসভা
মন্ত্রিসভায় পিপিপি সংশোধন আইনের খসড়া অনুমোদিত

নতুন আইনের অন্যান্য সংশোধনীগুলো তুলে ধরে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আগের আইনে বোর্ড অব গভরনর্সের বছরে অন্তত ছয়টি সভা অনুষ্ঠিত হবে বলে উল্লেখ আছে। বছরে ছয়টি সভা আয়োজন সময় সাপেক্ষ এবং সভাপতিসহ সদস্যদের সার্বক্ষণিক ব্যস্ততার নিরিখে তা সম্ভবপর হয়ে ওঠে না। এজন্য সংশোধিত আইনের ৩ ধারায় বোর্ড অব গভরনর্সের সভার সংখ্যা বছরে ছয়টির স্থলে একটি করা হয়েছে।’
পিপিপি আইনের ৯ ধারায় কর্তৃপক্ষের ক্ষমতা ও কার্যাবলীতে পিপিপি সম্পর্কিত নীতিমালা/ প্রবিধি/ নির্দেশনা/ গাইডলাইন প্রণয়ন, অনুমোদন, গেজেটে প্রকাশ ও জারিকরণের বিষয় উল্লেখ আছে। নতুন আইনে নীতিমালা/ প্রবিধি/ নির্দেশনা ও গাইডলাইনের সঙ্গে ‘কার্যপ্রণালী’ শব্দটি সংযুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন খন্দকার আনোয়ারুল ইসলাম।
পিপিপি কর্তৃপক্ষের সাংগঠনিক কাঠামোতে কর্তৃপক্ষের বিভিন্ন পদে চুক্তিভিত্তিক নিয়োগের বিধান রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘বিদ্যমান আইনের ১১ ধারায় পিপিপি কর্তৃপক্ষে সরাসরি নিয়োগ করা কর্মচারীদের চাকরির শর্তাবলী প্রবিধানের মাধ্যমে নির্ধারিত হবে বলে উল্লেখ আছে। কর্তৃপক্ষে চুক্তিভিত্তিক নিয়োগ করা ব্যক্তিদের ক্ষেত্রে আলাদা বিধানাবলী সংযোজনের ধারা সংশোধন করে চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে বোর্ড অব গভরনর্স অনুমোদিত গাইডলাইন বা বিধান যুক্ত করা হয়েছে।’
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘পিপিপি আইনে চুক্তিকারী কর্তৃপক্ষ যে সব ক্ষেত্রে পিপিপি কর্তৃপক্ষের সহায়তা ও মতামত গ্রহণ করবে তা উল্লেখ আছে। পিপিপি প্রকল্প গ্রহণ থেকে শুরু করে চুক্তি স্বাক্ষর পর্যন্ত বিভিন্ন ধাপ ও চুক্তি সংশোধনের ক্ষেত্রে সহায়তার বিষয় উল্লেখ আছে। তবে, অভিজ্ঞতার আলোকে দেখা যায় যে, চুক্তি স্বাক্ষরের পর তা বাস্তবায়ন ও সেবা প্রদান কার্যক্রম পরিবীক্ষণ পর্যায়েও পিপিপি কর্তৃপক্ষের সহায়তা প্রয়োজন হয়, যার উল্লেখ বিদ্যমান আইনে নেই। এ কারণে বিদ্যমান আইনে অংশীদারিত্ব চুক্তি সম্পাদনের পর চুক্তির আওতাধীন কার্যক্রমের পরিবীক্ষণ-সংশ্লিষ্ট বিষয়ে পিপিপি কর্তৃপক্ষের মতামত ও সহায়তা গ্রহণের বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।’
পিপিপি চুক্তি স্বাক্ষরের পর প্রকল্প বাস্তবায়ন ও সেবা দেয়ার ক্ষেত্রে সরকারি সংস্থার সার্বিক সহযোগিতার প্রয়োজন হয় উল্লেখ করে খন্দকার আনোয়ার বলেন, ‘এ কারণে পিপিপি চুক্তি সম্পাদনের পর সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানকে প্রকল্প বাস্তবায়নে বেসরকারি অংশীদারকে সহায়তা দেয়ার বিধান যুক্ত করা হচ্ছে প্রস্তাবিত আইনে।’
এছাড়া সভায়, জুলাই মাসে রাশিয়ায় অনুষ্ঠিত ‘প্রথম আন্তির্জাতি মেরিটাইম ডিফেন্স শো-২০১৯’ তে নৌপরিবহন প্রতিমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের অংশগ্রহণ, নৌপরিবহন প্রতিমন্ত্রীর নেতৃত্বে সিঙ্গাপুর, কানাডা এবং দক্ষিণ কোরিয়ার বিভিন্ন বন্দর পরিদর্শন এবং ২৭ থেকে ৩০ আগস্ট পর্যন্ত নৌপরিবহন প্রতিমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দলের দক্ষিণ কোরিয়া সফর সম্পর্কে মন্ত্রিসভাকে এদিনের বৈঠকে অবহিতকরণ করা হয়, বলেন মন্ত্রি পরিষদ সচিব।
সভায় বীরমুক্তিযোদ্ধা, বর্ষীয়ান রাজনীতিক, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মঈনউদ্দিন খান বাদলের মৃত্যুতে একটি শোক প্রস্তাব গৃহীত হয়।
বাসস/এএসজি-এফএন/এসএইচ/১৯০০/আরজি