ড. মো. নজরুল ইসলাম বাহরাইনে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত নিযুক্ত

142

ঢাকা, ১১ নভেম্বর, ২০১৯ (বাসস) : সরকার ড. মো. নজরুল ইসলামকে বাহরাইনে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে। বর্তমানে তিনি রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে ডেপুটি চীফ অব মিশনের দায়িত্বে রয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ড. ইসলাম বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ১৫তম ব্যাচে পররাষ্ট্র ক্যাডারে ফরেন সার্ভিস অফিসার হিসেবে তার কর্মজীবন শুরু করেন।
তিনি ঢাকায় পররাষ্ট্র দপ্তরে এবং দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ইরাক ও লেবাননে বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ওআইসিতে ডেপুটি পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ হিসেবেও দায়িত্ব পালন করেন।
ড. নজরুল ইসলাম নিউ ইংল্যান্ড অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয় থেকে ওয়াটার পলিসি এন্ড গভর্নেন্স বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন।