দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে নাভাস

269

প্যারিস, ১১ নভেম্বর ২০১৯ (বাসস) : উরুর ইনজুরির কারণে অন্তত দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন প্যারিস সেইন্ট-জার্মেই গোলরক্ষক কেইলর নাভাস। কোস্টা রিকান ফুটবল ফেডারেশন এই তথ্য নিশ্চিত করেছে।
শনিবার ব্রেস্টের বিপক্ষে লিগ ওয়ানে ২-১ গোলে জয়ের ম্যাচটির আগে অনুশীলনে রিয়াল মাদ্রিদের সাবেক এই নাম্বার ওয়ান গোলরক্ষক উরুর ইনজুরিতে পড়েন। নতুন এই ইনজুরির কারনে কোস্টা রিকার আসন্ন কনকাকাফ নেশন্স লিগে কুরাকাও ও হাইতির বিপক্ষে ম্যাচ দুটিতে নাভাস খেলতে পারছেন না। আগামী ১৫ ও ১৮ নভেম্বর ম্যাচ দু’টি অনুষ্ঠিত হবে। একইসাথে আগামী ২৬ নভেম্বর রিয়াল মাদ্রিদের বিপক্ষে পিএসজি’র চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচেও তার খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
এই নিয়ে পিএসজির কোচ থমাস টাচেলের ইনজুরির তালিকায় কিলিয়ান এমবাপ্পে, নেইমার, এন্ডার হেরেরা, থমাস মুনিয়ার ও থিলো কেহরারের সাথে নতুন করে যুক্ত হলেন নাভাস।
নাভাসের অনুপস্থিতিতে প্যারিসে পিএসজির হয়ে অভিষেক হয়েছে সেভিয়া থেকে ধারে খেলতে আসা গোলরক্ষক সার্জিও রিকোর।