বাসস ক্রীড়া-৭ : টি-২০তে সেরা বোলিং ফিগারের বিশ্বরেকর্ড চাহারের

117

বাসস ক্রীড়া-৭
ক্রিকেট-টি-২০
টি-২০তে সেরা বোলিং ফিগারের বিশ্বরেকর্ড চাহারের
নাগপুর, ১১ নভেম্বর, ২০১৯ (বাসস) : টি-২০ ক্রিকেটে বিশ্ব সেরা বোলিং ফিগার গড়লেন ভারতের ডান-হাতি পেসার দীপক চাহার। গতরাতে শেষ হওয়া বাংলাদেশ-ভারত তিন ম্যাচের টি-২০ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৩ দশমিক ২ ওভার বল করে ৭ রান দিয়ে ৬ উইকেট নেন তিনি। যার মাধ্যমে টি-২০ ক্রিকেটে সেরা বোলিং ফিগারের বিশ্বরেকর্ড গড়েন চাহার।
এতে ভেঙ্গে যায় ৭ বছর আগে গড়া শ্রীলংকার অজন্থা মেন্ডিসের বিশ্বরেকর্ড। ২০১২ সালে হাম্বানটোটায় জিম্বাবুয়ের বিপক্ষে ৪ ওভারে ৮ রানে ৬ উইকেট শিকার করেছিলেন মেন্ডিস। মেন্ডিসের মত চাহারও ৬ উইকেট শিকার করেছেন, কিন্তু লংকান স্পিনারের চেয়ে ১ রান কম দিয়েছেন চাহার।
গতরাতে বিশ্বরেকর্ড গড়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজের সেরা খেলোয়াড় হন চাহার। ম্যাচ সেরার পুরস্কারও পান তিনি। তাই ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চাহার বলেন, ‘এমন কিছু হবে আমি কখনও ভাবিনি। খুব আনন্দ লাগছে। নতুন বল হাতে আমাকে বল করানোর পরিকল্পনা ছিল। গুরুত্বপূর্ণ ওভারে আমাকে দায়িত্ব নিতে বলা হয়েছিল। টিম ম্যানেজমেন্ট আমাকে বড় যে দায়িত্ব দিয়েছে, তা পালন করতে পেরে আমি খুশী।’
বাসস/এএমটি/১৭১৫/স্বব