বাসস ক্রীড়া-১ : আমাদের ব্যাটসম্যানদের দায়ী করলেন রিয়াদ

106

বাসস ক্রীড়া-১
ক্রিকেট-টি-২০
আমাদের ব্যাটসম্যানদের দায়ী করলেন রিয়াদ
নাগপুর, ১১ নভেম্বর, ২০১৯ (বাসস) : তিন ম্যাচ টি-২০ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে জয়ের জন্য ভারতের ছুঁড়ে দেয়া ১৭৫ রানের টার্গেটের জবাব দিতে নেমে ১২ রানেই ২ উইকেট হারায় বাংলাদেশ। এরপর তরুণ তারকা মোহাম্মদ নাইম ও মোহাম্মদ মিঠুনের ৬১ বলে ৯৮ রানের জুটিতে ১১০ রানে পৌঁছে টাইগাররা। কিন্তু এরপরই তাসের ঘরের মতো ভেঙ্গে পড়ে বাংলাদেশের ইনিংস। ৩৪ রান তুলতেই শেষ ৮ উইকেট হারিয়ে ১৪৪-এ গুটিয়ে গেলে ৩০ রানে ম্যাচ হেরে সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। অঘোষিত ফাইনালে হারের জন্য ব্যাটসম্যানদের ব্যর্থতাকেই তুলে ধরেছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
ম্যাচ শেষে মাহমুদুল্লাহ বলেন, ‘এমন পরিস্থিতিতে বড় দলগুলো ম্যাচ শেষ করে আসে। আমাদের মানসিক সমস্যা, নাকি দৃঢ়তায়, বুঝতে পারছি না। উইকেটও ভালো ছিল। আসলে আমাদের ব্যাটসম্যানরা ব্যর্থ হয়েছে। এ ম্যাচ হারের ভুলটা আমাদেরই।’
১৩তম ওভারের মধ্যে দ্রুত ৩/৪ উইকেট হারানো ম্যাচ হারের প্রধান কারণ বলে ব্যাখা দিলেন মাহমুদুল্লাহ, ‘আমরা জেতার পথেই ছিলাম। নাঈম এবং মিঠুন যেভাবে ব্যাট করেছে তাতে জয়ের পথেই ছিলাম আমরা। ২ উইকেটে ১১০ রান ছিলো। কিন্তু ৬-৭ বলের মধ্যে ৩-৪ উইকেট হারিয়ে ফেলি আমরা। আমার মনে হয়, এটাই ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এমন ভুল যেন ভবিষ্যতে না হয়, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।’
জয় দিয়ে সিরিজ শুরু করেছিলো বাংলাদেশ। কিন্তু দ্বিতীয়-তৃতীয় ম্যাচ হেরে সিরিজ হারের স্বাদ নেয় টাইগাররা। টি-২০ ফরম্যাটে দলের আরও উন্নতির প্রয়োজন আছে বলে মনে করেন মাহমুদুল্লাহ, ‘আমাকে বলতেই হচ্ছে, টি-২০ ফরম্যাটে আমাদের আরও উন্নতি করতে হবে। এজন্য আমাদের এখনও অনেক দূর যেতে হবে এবং অনেক পরিশ্রম করতে হবে।’
মাহমুদুল্লাহ আরো বলেন, ‘আমাদের অনেক বিশ্লেষণ করে সমস্যাগুলো খুঁজে বের করতে হবে। সমস্যাগুলো সমাধান করতে হবে। আমাদের দলে বিগ হিটার নেই। তাই নিজেদের দক্ষতার ওপরই নির্ভর করতে হবে। বিশেষ করে ব্যাটিং বিভাগে উন্নতির প্রয়োজন রয়েছে। মানসিকভাবে আরও ধারাবাহিক হতে হবে। ব্যাটিং বিভাগে উন্নতি হলেই আমাদের জয়ের সম্ভাবনা উজ্জ্বল হবে।’
সিরিজ জয়ের জন্য নিজেদের সেরাটা ঢেলে দিয়েছে বাংলাদেশের খেলোয়াড়রা। বিশেষভাবে তরুণ খেলোয়াড়দের পারফরমেন্সে খুশী মাহমুদুল্লাহ, ‘তরুণরা যেভাবে খেলেছে এবং নিজেদের সেরাটা দেয়ার জন্য যেভাবে চেষ্টা করেছে তাতে আমি খুশি। কিন্তু যে সুযোগগুলো পেয়েছি সেগুলো কাজে লাগাতে পারিনি। আমাদের আরও ভালো খেলার দরকার ছিলো।’
নিজেদের ব্যাটিং ইনিংসে ১২ রানেই ২ উইকেট হারায় বাংলাদেশ। এরপর নাইম ও মিঠুন দুর্দান্ত এক জুটি গড়েন। কিন্তু পরের দিকের ব্যাটসম্যানরা ভারতের বোলারদের কাছে আত্মসমর্পন করেন। তবে ম্যাচ শেষে নাইমের প্রশংসা করতে ভুলেননি মাহমুদুল্লাহ, ‘নাঈম ভালো খেলেছে। সে খুবই প্রতিভাবান ব্যাটসম্যান। সে যেভাবে ব্যাট করেছে আশা করি এটা সে ধরে রাখবে। আমি মনে করি পেসাররা পুরো সিরিজে ভালো বল করেছে। তাদের যতটুকু সামর্থ্য ছিলো সবকিছু উজার করে দিয়েছে।’
বাসস/এএমটি/১৬৫০/স্বব