বাসস ক্রীড়া-১৪ : শামসুর পর অমিতের সেঞ্চুরি

233

বাসস ক্রীড়া-১৪
ক্রিকেট-এনসিএল
শামসুর পর অমিতের সেঞ্চুরি
ঢাকা, ১০ নভেম্বর, ২০১৯ (বাসস) : ঘূর্ণিঝড় ‘বুলবুলের’ দাপটের মধ্যে ২১তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডে দ্বিতীয় স্তরের ম্যাচে সিলেট বিভাগের বিপক্ষে প্রথম দিন গতকাল সেঞ্চুরি করেন ঢাকা মেট্রোর শামসুর রহমান। আজ দ্বিতীয় সিলেটের পক্ষে সেঞ্চুরি করেছেন উইকেটরক্ষক ও ডান-হাতি ব্যাটসম্যান অমিত হাসান। তার ১২৫ রানে দ্বিতীয় দিন শেষে ৮৩ ওভারে ৬ উইকেটে ৩২২ রান করে সিলেট। এর আগে শামসুরের ১১৪ রানের সুবাদে ৮ উইকেটে ৩১১ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষনা করে ঢাকা মেট্রো। তবে দ্বিতীয় দিন শেষে ৪ উইকেট হাতে নিয়ে ১১ রানে এগিয়ে সিলেট।
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে প্রথম দিন শেষে ৭ উইকেটে ২৮২ রান করেছিলো ঢাকা মেট্রো। শেষ পর্যন্ত ৮ উইকেটে ৩১১ রানে ইনিংস ঘোষনা করে ঢাকা মেট্রো। সিলেটের ডান-হাতি পেসার রেজাউর রহমান ৬০ রানে ৫ উইকেট নেন।
নিজেদের প্রথম ইনিংস শুরু করে ৩৪ রানে ২ উইকেট হারায় সিলেট। তবে অমিতের ব্যাটিং-এ দিন শেষে লিড নেয় সিলেট। ১৯টি চার ও ১টি ছক্কায় ১২৪ বলে ১২৫ রান করেন অমিত। এছাড়া আসাদুল্লাহ গালিব ৫৯ ও ওপেনার ইমতিয়াজ হোসেন ৩৩ রান করেন। ঢাকা মেট্রোর শহিদুল ইসলাম ২ উইকেট নেন।
বাসস/এএমটি/১৯৫০/স্বব