বাসস ক্রীড়া-১৩ : রংপুরকে জবাব দিচ্ছে ঢাকা বিভাগ

244

বাসস ক্রীড়া-১৩
ক্রিকেট-এনসিএল
রংপুরকে জবাব দিচ্ছে ঢাকা বিভাগ
ঢাকা, ১০ নভেম্বর, ২০১৯ (বাসস) : ঘূর্ণিঝড় ‘বুলবুলের’ মধ্যে ২১তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডে প্রথম স্তরে রংপুর বিভাগকে ২৩৪ রানে গুটিয়ে দিয়েছে ঢাকা বিভাগ। জবাবে দ্বিতীয় দিন শেষে ৪৯ দশমিক ৪ ওভারে ৫ উইকেটে ১৯৫ রান করেছে ঢাকা। ৫ উইকেট হাতে নিয়ে ৩৯ রানে পিছিয়ে রয়েছে ঢাকা।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে প্রথম দিন শেষে ৪১ ওভারে ৫ উইকেটে ১১০ রান করে রংপুর। দ্বিতীয় দিন বাকী ৫ উইকেটে আরও ১২৪ রান যোগ করতে পারে তারা। ৫ রান নিয়ে দিন শুরু করে ৭০ রানে আউট হন নাসির হোসেন। এছাড়া সোহরাওয়াদি শুভ ৫৭ ও তানবীর হায়দার ৪৭ রান করে আউট হন। ঢাকা বিভাগের নাজমুল ইসলাম ৬৫ রানে ৫ উইকেট নেন।
রংপুরকে অলআউট করে দিয়ে নিজেদের ইনিংস শুরু করে ঢাকা। রাকিবুল হাসানের ৬৭ ও আব্দুল মাজিদের ৫২ রানে ভালো অবস্থায় ছিলো ঢাকা। কিন্তু পরের দিকের আর কোন ব্যাটসম্যান বড় ইনিংস খেলতে পারেননি। অধিনায়ক নাদিফ চৌধুরি ২৬ ও আরাফাত সানি ২ রানে অপরাজিত আছেন। রংপুরের মুকিদুল ইসলাম ৩ উইকেট নেন।
বাসস/এএমটি/১৯৪৭/স্বব