বাসস ক্রীড়া-১২ : ঘূর্ণিঝড় ‘বুলবুলের’ দাপটের মধ্যে দ্বিতীয় দিন মাঠে নামলো রাজশাহী-খুলনা

229

বাসস ক্রীড়া-১২
ক্রিকেট-এনসিএল
ঘূর্ণিঝড় ‘বুলবুলের’ দাপটের মধ্যে দ্বিতীয় দিন মাঠে নামলো রাজশাহী-খুলনা
ঢাকা, ১০ নভেম্বর, ২০১৯ (বাসস) : ঘূর্ণিঝড় ‘বুলবুলের’ দাপটে প্রথম দিন পরিত্যক্তের পর দ্বিতীয় দিন মাঠে নামার সুযোগ পেল রাজশাহী বিভাগ-খুলনা বিভাগ। ২১তম জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) পঞ্চম রাউন্ডে প্রথম স্তরে দ্বিতীয় দিন খেলতে নেমে মাত্র ১২ ওভার লড়াই করতে পারে দু’দল।
ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং-এ সিদ্বান্ত নেয় রাজশাহী বিভাগ। ব্যাট করতে নেমে ১২ ওভারে বিনা উইকেটে ৩৬ রান করেছে রাজশাহী। দুই ওপেনার অভিষেক মিত্র ৯ ও মিজানুর রহমান ২৬ রানে অপরাজিত আছেন।
প্রথম স্তরে চতুর্থ রাউন্ড শেষে ২টি করে জয় ও ড্র’তে ২৬ দশমিক ৪৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে খুলনা। এই স্তরে ১৩ দশমিক ৬১ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে রাজশাহী বিভাগ। তাদের ১টি জয়, ২টি হার ও ১টি ড্র রয়েছে।
বাসস/এএমটি/১৯৪৫/স্বব