বাসস ক্রীড়া-২ : পাঁচ বছর পর ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেলো ওয়েস্ট ইন্ডিজ

105

বাসস ক্রীড়া-২
ক্রিকেট-ওয়ানডে
পাঁচ বছর পর ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেলো ওয়েস্ট ইন্ডিজ
লক্ষ্ণৌ, ১০ নভেম্বর, ২০১৯ (বাসস) : পাঁচ বছর পর ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেলো ওয়েস্ট ইন্ডিজ। গতরাতে সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে ৪৭ রানে হারায় ক্যারিবীয়রা। ফলে এক ম্যাচ বাকী রেখে ২-০ ব্যবধানে এগিয়ে সিরিজ জয় নিশ্চিত করে নতুন অধিনায়ক কাউরন পোলার্ডের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ওয়ানডে ৭ উইকেটে জিতেছিলো ক্যারিবীয়রা।
ভারতের লক্ষেèৗতে টস জিতে প্রথমে বোলিং করতে নামে আফগানিস্তান। ব্যাট হাতে নেমে ৫০ ওভারে ৯ উইকেটে ২৪৭ রান তুলে ওয়েস্ট ইন্ডিজ। দলের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান করেন নিকোলাস পুরান। তার ৫০ বলের ইনিংসে ৭টি চার ও ৩টি ছক্কার মার ছিলো। এছাড়া এভিন লুইস ৫৪, শাই হোপ ৪৩ ও শিমরোন হেটমায়ার ৩৪ রান করেন। আফগানিস্তানের নাভিন-উল-হক ৩টি উইকেট নেন।
জবাবে ৪৫ দশমিক ৪ ওভারে ২০০ রানেই গুটিয়ে যায় আফগানিস্তান। ব্যাট হাতে নাজিবুল্লাহ জাদরান ৫৬, রহমত শাহ ৩৩ ও মোহাম্মদ নবী ৩২ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের কটরেল-চেজ-ওয়ালশ ৩টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের পুরান।
একই ভেন্যুতে আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।
বাসস/এএমটি/১৯০০/-স্বব