মুম্বাইয়ে বাংলাদেশ উপ-হাইকমিশনে ঈদে মিলাদুন্নবী উদযাপিত

156

ঢাকা, ১০ নভেম্বর, ২০১৯ (বাসস) : মুম্বাইয়ে বাংলাদেশ উপ-হাইকমিশনে যথাযোগ্য মর্যাদায় এবং ভাবগম্ভীর পরিবেশে ঈদে মিলাদুন্নবী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে এক আলোচনা সভা, মিলাদ মহফিল ও বিশেষ মোনাজাত আয়োজন করা হয়। বাংলাদেশ উপ-হাইকমিশন, মুম্বাই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার একথা জানানো হয়।
মুম্বাইয়ে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় গণ্যমান্য অতিথিবৃন্দ এবং উপ-হাইকমিশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং তাঁদের পরিবারবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় মুম্বাইয়ে নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার মোঃ লুৎফর রহমান মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক ও আদর্শের উপর আলোকপাত করেন।
মহানবীর আদর্শের প্রতিফলন দ্বারা আজকের বিশ্বের নানা বিবাদ-বিদ্বেষ ও বিভিন্ন সমস্যা মোকাবেলা এবং জাতীয় জীবনে মঙ্গল ও উন্নতি বিধান সম্ভব বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
এসময় দেশ ও জাতী এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। আলোচনা সভায় অন্যান্য বক্তারা মহানবীর আদর্শ অনুসরণের আহ্বান জানান।